মালদা

দিল্লী দখলের স্বপ্ন ছেড়ে দিয়ে নিজের রাজ্য সামলান- দিদিকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার

মমতা ব্যানার্জিকে বলব আগে নিজের রাজ্য টাকে বাঁচান। নিজের রাজ্য টাই চলে যাবে। দিল্লি থেকে উৎখাত করার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। যেখানে বন্দুকের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে নমিনেশন দিতে হয়। সেটা নির্বাচন। যেখানে গণনা কেন্দ্রে ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ ঢুকে যেখানে জোর করে শংসাপত্র গ্রহণ করে। সেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে আখড়া ধরার কোন কারণ নেই। নির্বাচন শান্তিপূর্ণ হলে। মানুষের ভোটাধিকারের ব্যবস্থা থাকলে তৃণমূল সরকার আর থাকবে না। এখানে বিজেপি সরকার হবে। আগামী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করব তা আগে থেকেই বুঝে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভুলভাল ও মিথ্যা প্রচার করছে। বুধবার মালদা স্টেশনে নেমেই এমন ভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

    এদিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাশ্মীরে একের পর এক সেনা জওয়ানদের উপর পাথর ছোড়ার ঘটনা ঘটছে। ওখানকার সরকারে আমরা ছিলাম। কিন্তু উগ্রপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সেখানকার বড় দল পিডিপি। আর সেই কারণেই তার দায়ভার আমাদের ঘাড়ে পড়ছিল। এই কারণেই আমরা সেখান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি। উগ্রপন্থী ও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর। ওই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে, সেখানে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করানো হবে। বুধবার মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা বলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/pGfBxd9xZvw